Follow us
Search
Close this search box.

তারাফেনি সুন্দর বর্ষায়

তারাফেনি সুন্দর বর্ষায়

বর্ষামাখা সবুজ বনানীর মধ্যে দিয়ে বয়ে চলেছে হালকা গেরুয়া রঙের তারাফেনি নদী। ঝাড়গ্রাম থেকে ৪৫ কিলোমিটার দূরে তারাফেনি নদীর ওপর তারাফেনি ড্যাম। ছোট আকারের ড্যাম। কিন্তু বর্ষায় এই ড্যাম এলাকা থেকে আঁকাবাঁকা পথে উপচে পড়া তারাফেনি নদীর চলন থেকে চোখ ফেরানো যায় না। সেই বর্ণ-বৈচিত্র প্রাণভরে দেখার মতো। তারাফেনি নদীর জলে রংবাহারী সূর্যাস্ত মন্ত্রমুগধ করে রাখে।

ঘাঘরা জলপ্রপাত।

তারাফেনি ড্যাম থেকে সামান্য দূরে ঘাঘরা জলপ্রপাত। বর্ষায় এই জলপ্রপাতের বন্য রুপটি আবিষ্কার করার মতোই। একই যাত্রায় দেখে নিতে পারেন পাহাড়, জঙ্গলে ঘেরা খান্দারানি ড্যাম ও লেক।

ঝাড়গ্রাম থেকে তারাফেনি ড্যাম ৪৫ কিলোমিটার, খান্দারানি ড্যামের দূরত্বও একই। বেলপাহাড়ি থেকে এগুলি সবই কাছাকাছি। বেলপাহাড়ি থেকে তারাফেনি ড্যাম ৫ কিলোমিটার। কাছেই ঘাঘরা জলপ্রপাত। শাল, পিয়াল, মহুয়া, সোনাঝুরি, ইউক্যালিপটাসের বন, ছোট ছোট পাহাড়ে ঘেরা বেলপাহাড়ির অফুরন্ত প্রাকৃতিক ঐশ্বর্য মুগধ হয়ে দেখতে হয়। বেলপাহাড়ি থেকে সহজেই দেখে নেওয়া যায় গড়ারসিনি পাহাড়, ঢাঙ্গিকুসুম ঝর্ণা ও লালজল গ্রামটি। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি ৩৫ কিলোমিটার। অহরহ বাস ও অন্যান্য গাড়ি যাতায়াত করে ঝাড়গ্রাম ও বেলপাহাড়ির মধ্যে।

হাওড়া থেকে লালমাটি এক্সপ্রেস, হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস প্রভৃতি ট্রেন ঝাড়গ্রাম যায়। কলকাতা থেকে সড়কপথে (৬ নম্বর জাতীয় ধরে) ঝাড়গ্রাম ১৭৮ কিলোমিটার।

তারাফেনি ড্যাম।

থাকার ব্যবস্থা

বেলপাহাড়ির তুলনায় ঝাড়গ্রামে পর্যটকদের থাকার ব্যবস্থা বেশি। ঝাড়গ্রাম এখন একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র।  সে তুলনায় বেলপাহাড়ি পর্যটকদের কাছে এখনো সম্পূর্ণ আবিষ্কৃত হয়ে ওঠেনি। তবে বেলপাহাড়ি পর্যটন ঠিকানা হিসেবে জেগে উঠছে। সংখ্যায় কম হলেও থাকার ব্যবস্থা আছে বেলপাহাড়িতেও।

বেলপাহাড়িতেঃ বিনপুর-২ পঞ্চায়েত সমিতির গেস্টহাউস, বেলপাহাড়ি, ফোনঃ ৯৮০০০-৩৩৬৩৩। অরণ্য গেস্টহাউস, ফোনঃ ৯৬৪৭২-৭৫৫৫৩, ৯৬৭৯১-৭৫৫৫৩। জঙ্গলমহল হোমস্টে, ৮৫৯৭০-০৩০২০। বেলপাহাড়ি গেস্টহাউস, ফোনঃ ৮৯৭২৯-৯৯৯২৬। তারাফেনি কটেজ, ফোনঃ ৯৭৩৩৭-৯৫৩৪০। হোটেল বেলপাহাড়ি, ৮৯৭২৯-৯৯৯২৬। লাল পিঁপড়ে গেস্টহাউস, ৮১০১৪-৫০০৭২।

ঝাড়গ্রামেঃ ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, ফোনঃ ৯০৯১৯-১৪৮২৮। ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স, ফোনঃ ৭৪৭৭৪-২৪৮৫৪। অরণ্যসুন্দরী গেস্টহাউস, ফোনঃ ৯৫৪৭৬-৬৮৯৬৬। চেতনা ইকো ভিলেজ রিসর্ট অ্যান্ড টুরিজম, ফোনঃ ৮০০১৭-৮৭৮২০। ঝাড়গ্রাম এশানী, ফোনঃ ৯৭৩৩৭-৩৬৩৭২, ৯২৩২৭-৭২৭৬১। আরণ্যক রিসর্ট, ফোনঃ ৯৭৩৪৩-৪৬৬৬৬। ডুলুং গেস্টহাউস, ফোনঃ ৯৯৩৩৫-৭৭৩৯১, ৯৫৪৭৮-১১৭৩৭।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *