Follow us
Search
Close this search box.

ভিন্ন পথে সান্দাকফু-ফালুট ট্রেক

ভিন্ন পথে সান্দাকফু-ফালুট ট্রেক

তোর্সা ডট ইন প্রতিনিধিঃ মানেভঞ্জন থেকে চিত্রে, মেঘমা, টুমলিং, গৈরিবাস, কালিপোখরি হয়ে সান্দাকফু। সেখানে একটা রাত বিশ্রাম নিয়ে পরের দিন ফালুট। সান্দাকফু-ফালুট ট্রেকের বহুকালের প্রচলিত পথ। এখন সেপি থেকে সামানদেন, মল্লি, ফালুট, সবরগ্রাম হয়ে সান্দাকফু ট্রেক করা যাচ্ছে। সান্দাকফু থেকে গুরদুম হয়ে সেপিতে ফিরে আসা।

ভারত-নেপাল সীমান্তরেখা বরাবর সান্দাকফু-ফালুট পৌঁছানোর পথটি দীর্ঘকাল যাবতই একটি জনপ্রিয় ট্রেকরুট। সিঙ্গালিলা গিরিশিরা ধরে পথ। পশ্চমবঙ্গের উচ্চতম পয়েন্ট সান্দাকফু। পৃথিবীর উচ্চতম শৃঙ্গগুলির চারটি, মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, লোৎসে ও মাকালুর স্বপ্নসম দৃশ্যাবলী, অবাক করা সূর্যোদয়-সূর্যাস্ত, সিঙ্গালিলার বাঁশবনের মধ্যে দিয়ে একাংশের পথ, পাখি, সীমান্তের পারের ছোট গ্রাম, চলার পথে গরম থুকপা, নানা জায়গা থেকে পর্বত শৃঙ্গসমূহে শায়িত বুদ্ধ, আরও কত আবিষ্কার। মার্চ, এপ্রিলে রডোডেন্ড্রনের ফুলে ছয়লাপ হয় উপত্যকাগুলি। এখন সারা বছরই সান্দাকফু-ফালুট ট্রেকের সময়। এ পথের সর্বোচ্চ পয়েন্ট তথা সান্দাকফুর অবস্থান ১১,৯৩০ ফুট উচ্চতায়।

ট্রেকিং আয়োজক সংস্থা ইন্ডিয়াহাইকস সেপি থেকে সেপি রুটে সান্দাকফু-ফালুট ট্রেক পরিচালনা করছে। সেপি থেকে সামানদেন, মল্লি, ফালুট, সবরগ্রাম হয়ে সান্দাকফু। সেখান থেকে গুরদুম হয়ে সেপিতে পৌঁছানো। ৭ দিনের সূচি। সপ্তম দিনে সেপি থেকে এন জে পি বা বাগডোগরা বা দার্জিলিং ফিরে আসা। প্রথম দিন এন জে পি বা বাগডোগরা থেকে সেপি পৌঁছাতে হবে। দূরত্ব ১৩০ কিলোমিটার। ইন্ডিয়াহাইকসের পিক আপের ব্যবস্থা আছে। সেপি পৌঁছানোর পরের দিন ট্রেক শুরু। সেপি থেকে সেপি ট্রেকপথের মোট দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার।

এই ট্রেকের ফি মাথাপিছু ১২,৯৫০ টাকা। সঙ্গে যুক্ত হবে ৫ শতাংশ জি এস টি। ট্রেক ইনশিওরেন্স বাবদ লাগবে ২১০ টাকা। সেপিতে পৌঁছানো ও সেপি থেকে এন জে পি বা বাগডোগরা বা দার্জিলিং ফেরার খরচ নিজের। কয়েকজন মিলে যাতায়াত করলে মাথাপিছু খরচ কমবে।

যোগাযোগ
Indiahikes
Dehradun Office: No.85/10, Neshvilla Road, Dehradun – 248001
Bengaluru Office: 139, Defence Colony Road, Defence Layout, Sahakar Nagar, Bengaluru, Karnataka 560092
Phone: 080 468 01269
mail: info@indiahikes.com

পড়তে পারেন

‘সান্দাকফুর পথে ঐতিহ্যের ল্যান্ড রোভার’

সান্দাকফুর পথে ঐতিহ্যের ল্যান্ড রোভার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *