Follow us
Search
Close this search box.

স্পিতি উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ গ্রাম কমিক

স্পিতি উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ গ্রাম কমিক

হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার সদর শহর কাজা। মানালি থেকে কাজা ২২০ কিলোমিটার, শিমলা থেকে ৪৪০ কিলোমিটার। দুই হিল স্টেশন থেকেই কাজা যাতায়াতের বাস পাওয়া যায়। এই কাজা থেকে আর ১৯ কিলোমিটার। মোটর-পথ আছে। পৌঁছাবেন কমিক (Komik/Comic) গ্রামে। স্পিতি উপত্যকায় ১৫,০৫০ ফুট উচ্চতায় অবস্থিত গ্রামটি। গাড়ি চলাচলের রাস্তার মাধ্যমে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ রয়েছে এমন গ্রাম হিসেবে এই কমিক গ্রামটিই বিশ্বের উচ্চতম গ্রাম। মেরেকেটে ১২৫ জন মানুষের বাস।

কমিক গ্রাম, ফটো : দি শ্যুটিং স্টার।

কমিকের প্রতিবেশী গ্রাম হিকিম। ১৪,৫০০ ফুট উচ্চতায় অবস্থিত এই হিকিম গ্রামে রয়েছে পৃথিবীর উচ্চতম ডাকঘরটি। স্থাপিত হয় ১৯৮৩ সালে। বছরে ৬ মাস খোলা থাকে এই ডাকঘর। বাকি ৬ মাস পোস্ট অফিস ও সংলগ্ন অঞ্চল বরফে ঢাকা থাকে। হিকিমের ডাকঘর থেকে প্রিয়জনকে একটি চিঠি পাঠানোর কথা তো ভাবা যেতেই পারে।

হিকিন গ্রামের সর্বোচ্চ ডাকঘর। ফটো: ই-পোস্টবুক

মে থেকে সেপ্টেম্বর লাহুল-স্পিতি বেড়ানোর সেরা সময়। কমিক, হিকিম, পাশের লাংজা যাওয়ার সহজ সময়। তারপর গোটা এলাকায় কামড় বসাবে তীব্র ঠান্ডা। প্রবল শীতে ওই কমিক ও তার আশেপাশের গ্রামগুলির তাপমাত্রা কখনো কখনো মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। গ্রীষ্মেও এখানে ঠান্ডা। রাতের তাপমাত্রা নেমে যায় অনেকটাই। কমিকে বেড়াতে গেলে গরম পোশাক লাগবেই।

শীতের কমিক। ফটো:লস্ট ইন দি ওয়ার্ল্ড।

কেন যাবেন কমিকে? উচ্চতম গ্রামটি থেকে দেখবেন স্পিতি উপতযকার প্রাকৃতিক সৌন্দর্য। তুষারাবৃত পর্বত শৃঙ্গ। আঞ্চলিক মানুষের জীবনযাপন। তাঁদের বাড়িঘর। শীতে ভিতরটা গরম রাখার জন্য বাড়িগুলি আকারে নিচু। রান্নাঘরটির বিশেষ গুরুত্ব রয়েছে এখানে, ওই একই কারণে, শীতে বাড়ির উত্তাপ যতটা সম্ভব সহনীয় রাখার জন্য। পাথুরে জমি। অল্পস্বল্প সবজির চাষ হয় গ্রীষ্মে। ভেড়া পালন কমিক ও আশেপাশের গ্রামগুলির মূল জীবীকা।

বাড়িতে ভেড়ার খোঁয়াড়। ফটো: হলিডে হোম।

একটি মনাস্ট্রি আছে কমিকে। ট্যাংয়িউড মনাস্ট্রি বা হিকিম মনাস্ট্রি। এখানকার মৈত্রেয়ী বুদ্ধের মূর্তিটি মহাকাল নামে পরিচিত। লাংজা গ্রামটি ফসিল বা জীবাস্মের গ্রাম নামে পরিচিত। কমিকেও প্রাচীন জীবাস্ম চোখে পড়বে। কমিক গ্রামের কাছেই কিবের বন্যপ্রাণ অভয়ারণ্য। তুষার চিতা, লাল রঙা শিয়াল, বন্য ছাগল রয়েছে এ অরণ্যে।

আর দেখবেন রাতের আকাশ। তারকাখচিত সে আকাশ নতুন করে আবিষ্কার করার।

কমিকে থাকার সময়ে আঞ্চলিক থেনথুক স্যুপটা চেখে দেখতেই হয়। কমিকের রান্নাঘরের একটি সিগনেচার ডিশ। তৈরি হয় নুডলস, মাংস, সবজির মিশেলে। মাংস বা সবজি দিয়ে তৈরি থুকপা, সবজি বা মাংসের ডাম্পলিং, হাতে তৈরি চাওমিন কমিকের আঞ্চলিক আহার।

স্পিতি উপত্যকার পূর্বে বর্তমানে চিনের আওতাধীন তিব্বত। কাজাকেও স্পর্শ করে আছে তিব্বতের (চিন) সীমান্ত। সাধারণ ভাবে ওই থেনথুক স্যুপ, থুকপা তিব্বতি ঘরানার খাদ্য বলেই পরিচিত। কিন্তু গোটা স্পিতি উপত্যকায় খাবারগুলির চল রয়েছে যুগের পর যুগ ধরে। খাদ্য-ঐতিহ্য কি তিব্বতের সঙ্গে স্পিতি উপত্যকার সাংস্কৃতিক যোগাযোগের সাক্ষ্য বহন করছে? কিছু তথ্য অনুসারে, বর্তমান স্পিতি উপত্যকা সপ্তম খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় পর্যন্ত পশ্চিম তিব্বতের ঝ্যাংঝুং বা স্যাংস্যুং রাজত্বের অংশ ছিল।

স্পিতি সার্কিট ম্যাপ সৌজন্যঃ ইন্ডিয়া ম্যাপ।

কমিক ও প্রতিবেশী গ্রাম হিকিম, কিব্বেরে থাকার জন্য হোমস্টে আছে। চাইলে কাজায় থেকেও দিনে দিনে কমিক ও হিকিম থেকে বেড়িয়ে আসা যেতে পারে।

হেডার ফটো :মিস্টিরিয়াস হিমাচল।

থাকার ব্যবস্থাঃ

থাকার ব্যবস্থাঃ সোনাম হোমস্টে, কমিক, ফোনঃ ৯৪১৮৭ ৫৭৪৬৪।
লারা হোমস্টে, কমিক, ফোনঃ ৯৪১৮৫ ৩৭৬৮৯।
ফন ধে হোমস্টে, কমিক, ফোনঃ ৯৪১৮৬ ২০৪৫৪।

হিকিম হিমালয়ান কাফে অ্যান্ড হোমস্টে, হিকিম গ্রাম, ফোনঃ ৯৪৫৯০ ৪০৯৮০।
কিব্বের হোমস্টে, কিব্বের গ্রাম, ফোনঃ ৯৪১৮২ ৭৪০৭১।

হোটেল ডেজোর, নিউ কাজা, ফোনঃ ৮৫৪৪৭ ৪৩৭৫৪।
কুঙ্গা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট,কাজা, ফোনঃ ৯৪১৮২ ৪৯৯৫২।
লামা কোনচক হোমস্টে,কাজা, ফোনঃ ৮২১৯৫ ৩৪৬৯০।
নরবুখাং হোমস্টে, কাজা, ফোনঃ ৮৫৮০৫ ৪৩৬৭৫।
তারা হোমস্টে, কাজা, ফোনঃ ৯৪১৮৫ ৫৬৩১৪।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *