Follow us
Search
Close this search box.

ডুয়ার্সের জঙ্গলে সাফারি বন্ধের দিন

ডুয়ার্সের জঙ্গলে সাফারি বন্ধের দিন

ডুয়ার্স অরণ্যাঞ্চলে বেড়াতে এসে জঙ্গল সাফারি তো হবেই। ডুয়ার্সের অরণ্যের গভীরে প্রবেশ করার সেরা উপায় এই সাফারি ব্যবস্থা। ডুয়ার্সের জঙ্গল সাফারিগুলির চাহিদাও খুব।

সুবিধাজনক দিনে সাফারি বুকিংয়ের জন্য হাতের সামনে সাফারি বন্ধের দিনগুলি সম্পর্কে তথ্য থাকলে বেড়ানোর পরিকল্পনা ছকতে সুবিধা হয়। এখানে সেই তথ্যগুলি-

১)বক্সা টাইগার রিজার্ভ : বক্সায় প্রতি মঙ্গলবার জঙ্গলে ট্যুরিস্টদের প্রবেশ ও জঙ্গল সাফারি-সহ ভিতরের সব সাইট সিয়িং বন্ধ থাকে। জয়ন্তী নদীর বেডে ও গ্রামগুলোর মধ্যে পায়ে হেঁটে বেড়াতে পারবেন।

২) চিলাপাতা ফরেস্ট : এখানে জঙ্গল সাফারি বৃহস্পতিবার করে বন্ধ থাকে। তবে আপনি এখানে এই দিনটিতে থাকতে ও পায়ে হেঁটে বেড়াতে পারবেন। চাইলে এ দিনে সাইটসিয়িং করতে পারেন।
৩)জলদাপাড়া জাতীয় উদ্যান: এখানে জিপ ও হাতি সাফারি বন্ধ থাকে বৃহস্পতিবার। এই দিনে অন্যান্য জায়গাগুলি বেড়াতে পারেন।

৪)লাটাগুড়ি ফরেস্ট: এখানে জঙ্গল সাফারি বন্ধ থাকে বুধবার।
৫)গরুমার জাতীয় উদ্যান : এই উদ্যানে ওয়াচ-টাওয়ার সহ সমস্ত প্রকারের জঙ্গল সাফারি বন্ধ থাকে বৃহস্পতিবার দিনটাতে। তবে জঙ্গল পরিসরে থাকা যায়। সাইটসিয়িং করা যায়। এ
৬)চাপড়ামারি: এই জংগলে সাফারি বন্ধ থাকে বৃহস্পতিবার।
৭)বেঙ্গল সাফারি(শিলিগুড়ি): এই উদ্যানটি বন্ধ থাকে প্রত্যেক সোমবার।

৮)রসিকবিল মিনি জু: এই মিনি জু বন্ধ থাকে প্রত্যেক বৃহস্পতিবার। অন্যান্য দিনগুলিতে রসিক বিল এলাকা বেড়িয়ে দেখতে ভালো লাগবে সঙ্গে ডুয়ার্সের ছোট, শান্ত চিড়িয়াখানা ভালো লাগবে।

ডুয়ার্সে ভ্রমণ-বিষয়ক তথ্যের প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এই নম্বরেঃ 8803470737 (লেখকের ফোন নম্বর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *