Follow us
Search
Close this search box.

দার্জিলিংয়ে সেঞ্চলের অরণ্যে সাইকেল টুর

দার্জিলিংয়ে সেঞ্চলের অরণ্যে সাইকেল টুর

দার্জিলিং শহর থেকে ঘুম হয়ে জোড়বাংলো বা জোড়বাংলা মোটরপথে ১১ কিলোমিটারে। দার্জিলিং থেকেই পাহাড়ের রাস্তায় চলার উপযোগী একটা সাইকেল নিয়ে চলে আসতে পারেন জোড়বাংলোয় সেঞ্চল অরণ্যে প্রবেশের মূল দ্বারে। ভালো আবহাওয়ায় জায়গাটা ত্থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। গেট-সংলগ্ন অফিসে ৫০ টাকা ফি জমা দিয়ে ঢুকে পড়ুন জঙ্গলের পথে, সাইকেলে সওয়ার হয়ে। তারপর হিমালয়ের পাদদেশের এক অরণ্যের অন্দরমহলে ঢুকে পড়বেন ক্রমশ। জঙ্গলের আঘ্রাণে আলোড়িত হবেন। কোথাও কোথাও ঝিম ধরা নৈঃশব্দ। সেঞ্চলের লেকে অরণ্যের বর্ণ। হঠাৎ শুনতে পারেন ম্যাকাওয়ের ডাক।

সাইকেল চালাতে ভালোবাসেন যাঁরা এবং সেইসঙ্গে প্রকৃতির রূপ রসে টান যাঁদের, এ ভ্রমণ তাঁদের জন্য। দেশের অন্যতম প্রাচীন সেঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্যের অংশবিশেষ দেশের একমাত্র সাইকেল পার্ক। অরণ্যাঞ্চলের বিস্তৃতি সাড়ে ৩৮ বর্গ কিলোমিটার জুড়ে। উচ্চতা ৪৫০০ থেকে ৮৫০০ ফুট। হিমালয়ান ফ্লাইং স্কুইরেল, লেপার্ড, ভাল্লুক, কাকর হরিণ, বুনো বিড়াল আর নানা পাখি আছে এ অরণ্যে। অনেকটা উচ্চতায় তুষার চিতার ঘোরাফেরা আছে।

পথে ওঠানামা আছে। তবে কঠিন যাত্রা নয়। পথের দৈর্ঘ্য ২০ কিলোমিটার। পাথুরে পথ। ধকলটা যা হয়, ওই কারণেই। কোনও মোটর যান এ পথে চলে না। সকালে যাত্রা শুরু করে ভালো লাগা জায়গাগুলোয় থামতে থামতে চলুন। পাইন, ওক, কাপাসি, কাটুস বৃক্ষের অরণ্য। রডোডেনড্রন, বাঁশের গভীর ঝাড় কোথাও কোথাও। কোনও কোনও বাঁকে ভেসে উঠবে কাঞ্চনজঙ্ঘা। পথের বিভিন্ন জায়গাই ভিউ পয়েন্ট।

জোড়বাংলা থেকে শুরু করে ২০ কিলোমিটার পথ পেরিয়ে পৌঁছাবেন চটকপুরে। ৭৮০০ ফুট উচ্চতায় চটকপুর গ্রামটি দার্জিলিং জেলার একটি চমৎকার ভ্রমণ ঠিকানা হিসেবে এখন যথেষ্ট পরিচিতও। ভোরের চটকপুর অসাধারণ। কাঞ্চনজঙ্ঘা আর প্রথম আলোর সেই সঙ্গত অবাক চোখে দেখার।

চটকপুরে যেখানে সাইকেলে যাত্রার সমাপ্তি ঘটবে, যেখানে চা-খাবারদাবারের স্টল পাওয়া যাবে। বিশ্রামান্তে চটকপুর থেকে সোনাদা, ঘুম হয়ে দার্জিলিংয়ে ফিরে আসা যেতে পারে। দূরত্ব প্রায় ২১ কিলোমিটার।

যাত্রার রাতটা চটকপুরে থেকে যেতে পারেন। থাকার জন্য হোমস্টে, বনবিভাগের গেস্টহাউস পাওয়া যাবে। পরের দিন সকালে চটকপুর থেকে কাঞ্চনজঙ্ঘার অকল্পনীয় রূপ দেখুন।

সাইকেল ভাড়া পাবেন কোথায়

সাইকেল ভাড়া পাবেন দার্জিলিং থেকেই। দিনপ্রতি ভাড়া ৮০০ টাকা। সাইকেল ভাড়া নেওয়ার কয়েকটি ঠিকানাঃ অস্মিতা ট্রেক অ্যান্ড টুরস, ৩এ নেহরু রোড (কেভেন্টারস রেস্তোরাঁর কাছে), দার্জিলিং। ফোনঃ ০৩৫৪-২২৫৬০৫০, ৯৭৩৩১ ০৫৩১২, অ্যাডভেঞ্চারস আনলিমিটেডঃ ১৪২/১ জাকির হুসেন রোড (মলের কাছে), দার্জিলিং, ফোনঃ ৮০০৫৫ ৯৬৫৮০। অফরোড অ্যাডভেঞ্চারঃ এইচ ডি লামা রোড, দার্জিলিং, ফোনঃ ৯৮২০ ৫৪৯৪৪। হিমালয়ান বাইকার টুরঃ অপার ভুটিয়া বস্তি, (মলের কাছে), দার্জিলিং, ফোনঃ ৯৭৩০ ১০৪৮২।

চটকপুরে থাকার ব্যবস্থা

চটকপুরে বন বিভাগের গেস্টহাউস আছে। ঘর বুক করা যাবে এই ওয়েবসাইটের মাধ্যমেঃ www.https://wbfdc.net/booking ফোনঃ ৭৬০৪০ ৪৪৪৭৯। হামরো হোম নরবু হোমস্টে, ফোনঃ ৯৭৩৩০ ৬৯৬৯০। খুলুং হোমস্টেঃ, ফোনঃ ৮৯০০৩ ১২৪৫১। চটকপুর হোমস্টে, ফোনঃ ৯৭৩৩৬ ৯৮০৮৯। আকৃতি হোমস্টে, ৭০২৯৬ ২৬৬৯৭। প্রেম হোমস্টে, ফোনঃ ৯৯০৩৬ ৭৮৬৭৮।

ফটোঃ উপর থেকে যথাক্রমে epicrally.co.uk, ব্লু ড্রাগন হোমস্টে, নেচার লাভার হোমস্টে, ট্রিপটো, আনপ্ল্যাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *