ভারত-ভুটান সীমান্তের খুব কাছে হিমালয়ের পাদদেশে টোটো জনজাতির নিভৃত গ্রাম টোটোপাড়া। আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থেকে টোটোপাড়া ২২ কিলোমিটার। চোখ জুড়ানো প্রাকৃতিক পরিবেশের মধ্যে অনাবিল জীবন এই আদিবাসী গোষ্ঠীর।
ইন্দো-ভুটান যুদ্ধের সময়ে (১৮৬৫) টোটোদের একটি গোষ্ঠী ভুটান থেকে চলে আসে ভারতে। গড়ে ওঠে টোটোপাড়া। একসময় বিপন্ন আদিবাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়েছিল টোটোরা। ১৯৫১ সালের জনগণনা আনুসারে টোটো জনসংখ্যা ছিল ৩২১। আশাপ্রদ কথা হচ্ছে, ২০১১-র জনগণনার হিসেব আনুসারে এই সংখ্যা বেড়ে হয়েছে ২৯৬০। টোটো শিশু, কিশোররা এখন স্কুলে যাচ্ছে।
পাহাড়, জঙ্গলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগের সঙ্গে একটি প্রাচীণ জনগোষ্ঠীর জীবনযাত্রা প্রত্যক্ষ করার জন্য টোটোপাড়া থেকে বেড়িয়ে আসতে পারেন। সাংস্কৃতিক নৃতত্ত্বে যাঁদের বিশেষ আগ্রহ তাঁরা পাহাড়ি আদিবাসী জীবনের নানা বৈশিষ্ট খুঁজে পাবেন টোটোপাড়ায়। নৃতত্ত্ববিদদের মতে টোটো জনজাতির সংস্কৃতি, ভাষা আঞ্চলিক অন্যান্য আদিবাসী এবং ভুটানীদের থেকে আলাদা। টোটোদের বিশ্বাস, তাঁদের দেবতা ইশপা থাকেন ভুটানের পাহাড়ে। প্রকারন্তরে পাহাড় তথা প্রকৃতিরই উপাসক টোটো সম্প্রদায়ের মানুষেরা। দেবতা ইশপাকে মুরগি, পায়রা এবং এউ নিবেদন করে পুজো করে। এউ একপ্রকার দেশীয় মদ। চেইমা টোটোদের দেবী। চেইমার পুজোতেও পানীয় হিসেবে এউ নিবেদন করা হয়। টোটোরা স্ত্রী-পুরুষ নির্বিশেষে এউ পানে অভ্যস্ত। ভাত, বজরার ছাতু প্রধান খাদ্য। এদের বাড়ি তৈরি হয় মাচার উপরে বাঁশ, মাটি, খড় দিয়ে। আদিম একটি জাতিগোষ্ঠীর নানা বৈশিষ্ট্য চোখে পড়বে টোটোপাড়ায়।
টোটোপাড়ায় যাওয়ার পথেই পড়বে লঙ্কাপাড়া। লঙ্কাপাড়া থেকে টোটোপাড়া ৭ কিলোমিটার। লঙ্কাপাড়ার পাশ দিয়ে বয়ে চলেছে তিতি নদী। নদীর ওপারে চা-বাগান। তিতি নদীর পার থেকে অপূর্ব সূর্যাস্ত দেখা যায়। লঙ্কাপাড়ার কাছেই একটি ওয়াচটাওয়ার আছে। বনবিভাগের তৈরি করা ছোট একটি জলাশয় আছে লঙ্কাপাড়ায়। হরিণ, বাইসনের দল জল খেতে আসে সেখানে।
যাওয়ার পথ
ট্রেনে চলে আসুন হাসিমারা। হাসিমারা থেকে মাদারিহাট ১২ কিলোমিটার। মাদারিহাট থেকে লঙ্কাপাড়া ১৫ ও টোটোপাড়া ২২ কিলোমিটার।
থাকার ব্যবস্থা
থাকতে পারেন লঙ্কাপাড়ার বনবাংলোয়। লঙ্কাপাড়ায় থেকেই টোটোপাড়া থেকে বেড়িয়ে আসতে পারেন। লঙ্কাপাড়ার বনবাংলোয় থাকার জন্য যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়ঃ ডি এফ ও, ওয়াইল্ডলাইফ ডিভিশন-থ্রি, কোচবিহার-৭৩৬১০১। ফোনঃ ০৩৫৮২-২২৭১৮। তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পশ্চিমবঙ্গ অরণ্য উন্নয়ন নিগমের এই নম্বরেঃ ৭৬০৪০-৪৪৪৭৯।
টোটোপাড়ায়
ব্লু হোমস্টে, ফোনঃ ৯৮৩০৫৮০৮৯৩। গোমতু থাপা হোমস্টে, ফোনঃ ৯৯০৩২৮৩৮৪২। টোটোপাড়া রেস্টহাউস (হোমস্টে), ৬২৯৪৮৩০৩৮৪।
টোটোপাড়ার ছবি: শিবুন ভৌমিক