Follow us
Search
Close this search box.

বক্সা টাইগার রিজার্ভে সাফারি, সাইটসিয়িং, খরচ

বক্সা টাইগার রিজার্ভে সাফারি, সাইটসিয়িং, খরচ

ডুয়ার্সের বিভিন্ন জায়গায় বেড়ালেন, কিন্তু জয়ন্তী বেড়ানো হলো না, তাহলে কিন্তু ডুয়ার্স টুরটা কোথাও যেন অসম্পূর্ণ থেকে গেল। জয়ন্তী ডুয়ার্সের রানি যে। নদী, পাহাড় এবং জঙ্গলের এক অবাক করা মেলবন্ধন ঘটেছে এখানে। ডুয়ার্সের প্রকৃতি, তার সৌন্দর্য, বন্য রূপ এখানে বেড়াতে আসা ভ্রমণার্থীদের হৃদয়ে জায়গা করে নেয় নিমেষে।

জয়ন্তী মানে আনেকটা জুড়ে ভ্রমণ। পর্যটকরা এখানে জঙ্গল সাফারি করতে পারেন। ওয়াচ-টাওয়ার থেকে বন ও বন্য জন্তু পর্যবেক্ষণ করতে পারেন। জঙ্গল-সংলগ্ন পাহাড়ি পথে ট্রেক করতে পারেন। আবার পাহাড়, নদী, ঝরনা দেখা ও বিশ্রাম নেওয়া, সেটাও সম্ভব।

স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণের জন্য আদর্শ জায়গা বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী। বটানি, জুলজি, জিওলজি, পরিবেশ বিজ্ঞানের ছাত্রছত্রীদের জন্য অনেক মণিমুক্তো ছড়ানো আছে এখানে। পাখি-প্রজাপতি পর্যবেক্ষণের জন্য ক্যাম্প আয়োজিত হতে পারে। ইতিহাস, ভূগোল, সমাজতত্ত্ব, নৃতত্ত্বের পড়ুয়ারাও পাবেন শিক্ষনীয় নানা বিষয়, তথ্য।

জয়ন্তীর বিভিন্ন সাইটসিইং ও তার খরচ সম্পর্কে একটা ধারণা দেওয়া যাক।

জয়ন্তী তথা বক্সা টাইগার রিজার্ভের মধ্যে সাফারি ও সাইটসিয়িং –

১. ২৬ মাইল কোর জঙ্গল সাফারি (জিপসি সাফারি)।
২. ভুটিয়া বস্তি /চুনিয়া ওয়াচ টাওয়ার (জিপসি সাফারি)।
৩.নদী পাহাড় ঝর্ণার দেশ ছোটো মহাকাল গুহা (প্রাকৃতিক সৌন্দর্যের জন্য খ্যাত)।
৪. তাসিগাঁও (টিজিএন)ওয়াচ টাওয়ার /পুকুরি পাহাড় ট্রেকিং।

জয়ন্তী-বক্সা ২৮-২৯ বস্তি, সান্তালাবাড়ি প্রবেশের জন্য রাজাভাতখাওয়া গেট থেকে পারমিট বা টিকিট নিতে হবে। রাজাভাতখাওয়া গেট থেকে পারমিট বা টিকিট কাটা থাকলে সেই টিকিটের মূল্যে সাফারি তথা সাইটসিয়িংয়ের খরচ ধরা থাকবে। আলাদা করে সাফারি বা সাইটসিয়িংয়ের জন্য টিকিট বা পারমিট সংগ্রহ করতে হবে না। পারমিট বা টিকিট কার্যকর থাকবে ১ দিনের জন্য। ফের অন্য দিন সাইটসিয়িং করতে চাইলে নতুন পারমিট বা টিকিট কাটতে হবে ফরেস্ট চেকপোস্ট থেকে।

রাজাভাতখাওয়া এন্ট্রি পোস্ট থেকে টিকিট কাটা না থাকলে বা না কেটে আসলে সাইটসিয়িং বা সাফারির জন্য জয়ন্তী চেকপোস্ট থেকে পারমিট বা টিকিট করাতে হবে। মূল্যঃ মাথা পিছু ১৫০ টাকা, গাড়ি পিছু ৪৮০ টাকা।

প্রত্যেকটা সাইটসিয়িংয়ে বন বিভাগের অনুমোদিত গাড়ি ও গাইড নিতে হবে এবং প্রত্যেকটি সাইটসিয়িংয়ের জন্য আলাদা করে গাইড চার্জ দিতে হবে ৩৫০/- টাকা করে।

সাফারির খরচ(হুড খোলা জিপসিতে ৬ জনের জন্যে ) –

১. ২৬ মাইল কোর সাফারি গাড়ি+গাইড মিলিয়ে ১৪০০+৩৫০=১৭৫০ টাকা। (ভুটিয়াবস্তি থেকে জয়ন্তী চেকপোস্ট পর্যন্ত ৪ বার আপ-ডাউন এর জন্য ২০০ অতিরিক্ত ২০০ টাকা লাগবে দিতে হবে)। মোট= ১৯৫০ টাকা। যদি নিজস্ব গাড়ি নিয়ে জয়ন্তী চেকপোস্টে চলে আসেন তাহলে অতিরিক্ত ২০০ টাকা লাগবে না।

২. ভুটিয়া বস্তি/চুনিয়া ওয়াচ টাওয়ার ১২০০+৩৫০=১৫৫০ টাকা।
৩. ছোটো মহাকাল গুহা ১২০০+৩৫০=১৫৫০ টাকা।
৪. তাসিগাঁও/ পুকুরি লেক ৭০০+৩৫০=১০৫০ / টাকা।
৫. বক্সা টাইগার রিজার্ভের রাজাভাতখাওয়ায় কোর সাফারি করা যায়। খরচ ১৫০০+৩৫০ =১৮৫০ টাকা।

খরচের অল্পসল্প তারতম্য ঘটতে পারে।

বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তী কোর জঙ্গল সাফারির সময় সূচি –

প্রথম শিফট সকাল ০৬: ০০ টা থেকে ০৭:৩০।
দ্বিতীয় শিফট দুপুর ০১:০০ টা থেকে ০২:৩০।
তৃতীয় শিফট বিকাল ০৩:০০ টা থেকে ০৪:৩০।

চাইলে রাজাভাতখাওয়া কোর সাফারি এলাকায় উপরে বলা সময়-সহ আরেকটা অতিরিক্ত শিফটে (সকাল ০৮:০০ থেকে ০৯:৩০ পর্যন্ত) সাফারির ব্যবস্থা হতে পারে।

জয়ন্তীর অন্যান্য সাইটসিয়িংগুলি সকাল ০৬:০০ টা থেকে বিকাল ০৩:০০ টার মধ্যে নিজেদের ইচ্ছা মতো যে কোনো সময়ে করতে পারেন।
চাইলে জঙ্গল সাফারি-সহ অন্যান্য সাইটসিয়িংয়ের জন্য অফলাইনে অগ্রিম বুকিং করা যেতে পারে।

আরও তথ্য, বুকিং ও ব্যবস্থাপনার জন্য যোগাযোগ করতে পারেন এই নম্বরেঃ 88034 70737/ 87875 57802.

ফটোঃ লেখক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *