বর্ষায় জাগে রূপনারায়ণ। হাওড়া জেলায় দেউলটি থেকে রূপনারায়ণ নদী ও তার দুই তীরের নানা দৃশ্য যেমন নয়নাভিরাম তেমনই প্রশান্তির। দেউলটির গ্রামীণ পরিবেশের মধ্যে থেকে নদীর বুকে মেঘের নানা ছবি, বৃষ্টির ধারাপাত, ইলিশ শিকারী নৌকাগুলির দোলাচল, নদীর জলে রৌদ্রের ঝিলিক, নদীতীরের সবুজ খেত-খামার, আকাশপথে পাখির নদী পারাপার, সবমিলিয়ে সেই অচিন পরিবেশ আমাদের আবিষ্কারের অপেক্ষায়। ঘরের কাছে সেই অচিনপুর রূপনারায়ণ তীরের দেউলটি।
কাছেই সামতাবেড়। নদীতীরে সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। বর্তমানে বাড়িটি একটি সংগ্রহশালা। লেখকের ব্যবহৃত নানা সামগ্রী দেখা যায়, তাঁর সাহিত্যকর্মের নানা তথ্য সম্পর্কে অবহিত হওয়া যায় এই সংগ্রহশালা ঘুরে দেখলে।
যাওয়ার পথ
হাওড়া থেকে রেলপথে দেউলটি ৫০ কিলোমিটার। কোলাঘাটের আগের স্টেশন। হাওড়া-পাঁশকুড়া লোকাল, হাওড়া-মেদিনীপুর লোকাল, হাওড়া-খড়গপুর লোকাল প্রভৃতি ট্রেন দেউলটি যায়। সড়কপথে বিদ্যাসাগর সেতু পেরিয়ে কোনা এক্সপ্রেসওয়ে ধরে উঠে আসতে হবে ৬ নম্বর জাতীয় সড়কে। এই সড়ক ধরে পাঁচলা, উলুবেড়িয়া, বাগনান পেরিয়ে পৌঁছাবেন দেউলটি। এসপ্ল্যানেড থেকে দেউলটি যাওয়ার বাসও পাওয়া যাবে।
থাকার ব্যবস্থা
নিরালা রিসর্ট, ফোনঃ ৯৮৩১৬-২০৯০১। প্রান্তিক রিট্রিট, ফোনঃ ৮৫৮৮০-২৯৭৬০, ৮৩৩৫৮-৮৮৭১৮।