Follow us
Search
Close this search box.

অফবিট দার্জিলিংঃ রঙ্গিতের তীরে জামুনি

অফবিট দার্জিলিংঃ রঙ্গিতের তীরে জামুনি

চলার পথে পড়বে চায়ের বাগান, জঙ্গল, পাহাড় ঢালের ছোট ছোট খেত, ছবির মতো সব পাহাড়ি গ্রাম, কমলালেবুর বাগান। চলেছেন জামুনি। দার্জিলিং শহর থেকে মাত্র ১২ কিলোমিটার। খাড়াই পথ বলে গাড়ি ধীরে চলে। বলিউডের হিট সিনেমা ‘বরফি’তে ৫০০০ ফুট উচ্চতায় অবস্থিত জামুনির ব্রিজটি দেখা গিয়েছিল। জামুনির মধ্যে দিয়ে বইছে রঙ্গিত নদী। জামুনি ছাড়িয়ে রাস্তা ঢুকে পড়েছে সিকিমের দক্ষিণ-পশ্চিম অংশে। দিনে দিনে সিকিমের নামচি বেড়িয়ে জামুনিতে ফিরে আসা যায়। দার্জিলিংয়ের নতুন ভ্রমণ ঠিকানা হিসেবে জামুনি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে।

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জি টি এ) জামুনিকে সাজিয়ে তুলেছে। তৈরি হয়েছে জামুনি টুরিস্ট কমপ্লেক্স। পাহাড়, চা-বাগান, জঙ্গলে ঘেরা সেই ১৩ একরের টুরিস্ট কমপ্লেক্স জামুনির নতুন আকর্ষণ। ধাপ-বাগিচা-সহ তৈরি হয়েছে জামুনি পার্ক। বোটিংয়ের ব্যবস্থা আছে কৃত্রিম লেকে। অনুষ্ঠানের জন্য তৈরি হয়েছে ইভেন্ট এরিনা। জি টি এ এখানে প্রতি বছর কৃষি মেলার আয়োজন করে থাকে। জামুনি থেকে বিজনবাড়ি ৯ কিলোমিটার। বিজনবাড়ির কাছে পুলবাজার দার্জিলিংয়ের একটি পুরনো বাজার এলাকা। প্রতি শুক্রবার এখানে কৃষিজ নানা সামগ্রীর হাট বসে।

জামুনির টুরিস্ট কমপ্লেক্সের কাছাকাছি মেজি মনাস্ট্রির পরিবেশটি চমৎকার। রঙ্গিতের তীর ধরে খানিক হেঁটে আসা যায়। বেড়িয়ে আসা যায় চা-বাগান থেকে। শুধু বিশ্রাম নেওয়ার জন্যেও জামুনি আদর্শ জায়গা।

থাকার ব্যবস্থা
জামুনি কান্ট্রিসাইড হোমস্টে, ফোনঃ ৮৬৩৭৫ ৪৩২৩৬, ৯০০২৬ ১৩৬৮৫।

ফটো সৌজন্য –
গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন
জামুনি কান্ট্রিসাইড হোমস্টে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *