শেলপু। দার্জিলিংয়ের নতুন ভ্রমণ ঠিকানা। পাখি, প্রজাপতি, ফুল, সুন্দর করে সাজানো ছোট ছোট বাড়ি, কমলালেবুর বাগান, দূরের কাঞ্চনজঙ্ঘা, আর পাহাড়ের জীবনের নানা খণ্ডচিত্র, এইসব নিয়ে ছবির মতো গ্রাম শেলপু। থাকার জন্য হোমস্টে আছে।
ওই শেলপু পাহাড়ের উপরে অহলদাড়া অল্পদিনেই খ্যাতি অর্জন করেছে সেখানকার দুর্দান্ত দৃশ্যপটের জন্য। সানরাইজ পয়েন্ট হিসেবে অহলদাড়ার তুলনা কমই আছে। সমগ্র কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাই দেখা যায় অহলদাড়া থেকে। পাহাড়ের মাথায় রয়েছে গোটাচারেক কটেজ। আর কিছু নেই। কাছেই কমলালেবুর গ্রাম সিটং। শীতে সিটংয়ে কমলা রং ধরে। আহলদাড়া, শেলপু থেকে পাখির রাজ্য লাটপাঞ্চার ৪ কিলোমিটার।
শেলপু ও অহলদাড়ার কাছাকাছি নামথিং পোখরি। পাইন বনে ঘেরা ছোট্ট একটি জলাশয়। তবে শীতে, গ্রীষ্মে জল থাকে না। বর্ষায় টইটম্বুর। তখন জায়গাটা ব্যাঙের মতো একধরণের বিপন্ন উভচর প্রাণী হিমালয়ান স্যালামান্ডারের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠে।
লাটপাঞ্চার থেকে চটাকপুর ৩০ কিলোমিটার। সেই পথে দেখা হয়ে যায় মাহালদিরাম, বাগোরার মতো অফবিট টুরিস্ট স্পট। পথের বিভিন্ন জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। বাগোরা, মাহালদিরাম ও চটকপুরেও থাকার জন্য হোমস্টে রয়েছে।
যাওয়ার পথ :
এন জে পি বা শিলিগুড়ি থেকে সেবক,কালিঝোরা হয়ে রাস্তা। কালিঝোরা এন জে পি থেকে থেকে ৩০ কিলোমিটার। কালিঝোরা থেকে বাঁদিকের রাস্তা ধরে শাল জঙ্গলের মধ্যে দিয়ে খানিকটা খাড়াই পথে ১৭ কিলোমিটার চলে এলে লাটপাঞ্চার। এখান থেকে অহলদাড়া ৩ কিলোমিটার। অহলদাড়া থেকে শেলপু ১ কিলোমিটার। কালিঝোরা পর্যন্ত শেয়ার গাড়িতে এসে সেখান থেকে প্রাইভেট গাড়ি ভাড়া করে সরাসরি শেলপু চলে আসা যাবে। এন জে পি বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে সরাসরি অহলদাড়া চলে আসা যেতে পারে। দার্জিলিং থেকে বাগোরা, মারমিং হয়ে শেলপু কমবেশি ৬৫ কিলোমিটার, কালিম্পঙ থেকে জাতীয় সড়ক ৩১এ ধরে কালিঝোরা হয়ে ৫৫ কিলোমিটার।
থাকার ব্যবস্থা :
শেলপু গ্রামেঃ মেঘদ্বার হোমস্টে, ফোনঃ ৯৭৩৩৪-৩২৪৭৭, ৭৬৭৯৬-৭৩৭৬১। কাসিস হোমস্টে, ফোনঃ ৮৫১৫৮-৮৮২৮৪।
লাটপাঞ্চারেঃ হর্নবিল হোমস্টে, ফোনঃ ৯৪৭৫৯-৫৯৯৭৪, ৯০৬৪১-৩৪১৯৮। লাটপাঞ্চার হোমস্টে, ফোনঃ ৮৫১২৯-৮৮২৯৭, ৮৩৫০০-৬৭৭১৬। আশ্রয় হোমস্টে, ফোনঃ ৮১০১৫-৫৪৩১৮, ৯৬০৯৯-৩৯৪৩২।
অহলদাড়ায় রয়েছে হামরো হোমের তিনটি কটেজ। কটেজের মালিক পদম গুরুং। বুকিংয়ের জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন পদম গুরুংয়ের সঙ্গে। যোগাযোগের নম্বর : ৮৯২৬০১৫৪৭৭,৮৯০৬২৩২২০২।