নিউ জলপাইগুড়ি স্টেশন (এন জে পি) থেকে প্রায় ৮০ কিলোমিটার । কালিম্পং শহর থেকে ২৫ কিলোমিটার। জায়গাটা সাংসের খাসমহলের অন্তুর্গত। নিরালা পাহাড়ি পথে পাইন, বার্চের মধ্যে দিয়ে পৌঁছাবেন আরেকটি পাহাড়ি গ্রামে। খরকাগাঁও বা খরকা গ্রাম। নেপালি ভাষায় খরকাগাঁও কথাটির অর্থ, পশুচারণের গ্রাম। ৫০০০ ফুট উচ্চতায় পাহাড়ের কোলে গ্রামটি।
এ গ্রামে আপনাকে স্বাহত জানাবে ঝোরার জলধ্বনি, পাখির ডাক। দূরে কাঞ্চনজঙ্ঘা। নিষ্কলুষ পাহাড়ি গ্রাম। উপত্যকায় থম মেরে থাকে কুয়াশা। পাহাড়ি সবুজের রাজ্যপাট চারিদিকে।
হোমস্টের ব্যালকনিতে ধূমায়িত মোমো ও চা নিয়ে বসুন। কিংবা পাঁয়ে হেটে গ্রাম বেড়ান। মাঝে মাঝে বাড়িঘর, ছোট দোকান, দু’চারটি কথা। বাসিন্দারা মূলত নেপালি। একদিকে পাহাড়, অন্যদিকে উপত্যকার ঢাল। সেখান দিয়ে রাস্তা। হঠাৎ মোরগের ডাক। এ ভাবেই কাঞ্চনজঙ্ঘা দেখতে চলে আসুন ভিউপয়েন্টে। একত্রে উপত্যকা ও কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত দৃশ্যপট অপনাকে মুগধ করবেই। কিংবা অন্য কোথাও, পছন্দের কোনও জায়গায় বসুন। কমলালেবুর বাগান আছে খাড়কাগাঁওয়ে। শীতে বাগানের রং কমলা। জাঁকজমক আশা করা যায় না এমন জায়গায়। পর্যাপ্ত অক্সিজেন পাবেন। পাহাড়ি পথে হেঁটে খিদে পাবে। দুটো দিন ছুটি কাটানো ও শরীর -মনে ঝরঝরে হয়ে ফেরার জন্য খরকাগাঁও উত্তরবঙ্গের প্রায় নতুন একটা ঠিকানা।
ডেলো হিল বা ডেলো পার্ক-সহ কালিম্পং শহর থেকে বেড়িয়ে আসা যায়। চাইলে দিনেদিনে লাভা, লোলেগাঁও বা রামধুরা, ইচ্ছেগাঁওয়ের দিকটা থেকেও বেড়িয়ে আসা যেতে পারে।
এন জে পি বা শিলিগুড়ি থেকে কালিম্পং আসার শেয়ার গাড়ি আকছার। কালিম্পং থেকে পুরো গাড়ি ভাড়া করতে হবে। এন জে পি বা শিলিগুড়ি থেকে সরাসরি পুরো গাড়ি ভাড়া করে তো আসা যেতেই পারে।
থাকার জায়গাঃ গোল্ডেন পাইন হোমস্টেঃ ৮১১৬৫-১০৭৩১/ ৮৯১৮৬-৪২৭০৩।
ফটো সৌজন্যঃ গোল্ডেন পাইন হোমস্টে