আসাননগরের প্রাকৃত হোমস্টে
আম, সোনাঝুরি, বাবলা, কদম গাছে ঘেরা সবুজ পরিবেশের মধ্যে এক হোমস্টে। প্রাকৃত হোমস্টে। সামনেই বয়ে চলেছে এক নদী। জায়গাটা নদিয়ার আসাননগর। কলকাতা থেকে দূরত্ব ১২০ কিলোমিটার। নিষ্কলুষ প্রকৃতির মধ্যে ছুটি কাটানোর সুন্দর ঠিকানা।
আসাননগর থেকে মায়াপুর ২৫, নবদ্বীপ ২৭ কিলোমিটার। দিনে দিনে বেড়িয়ে আসা যায়। আসাননগর থেকে শিবনিবাস ৮ কিলোমিটার। চূর্ণী নদীর তীরে সবুজ পরিবেশের মধ্যে এখানে রয়েছে ১৮শ শতকে তৈরি কয়েকটি মন্দির। গাছপালায় সবুজ শিবনিবাসে কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। আসাননগর থেকে ঘূর্ণীর পুতুল তৈরির কেন্দ্র ১৩ কিলোমিটার।
যাওয়ার পথ
কলকাতা থেকে আসানগর ১১৫ কিলোমিটার। ট্রেনে আসতে চাইলে নামতে হবে কৃষ্ণনগর বা মাজদিয়া স্টেশনে। দুই স্টেশন থেকেই লোকাল বাস বা টোটো করে আসাননগর চলে আসা যাবে। এসপ্ল্যানেড থেকে ঘন্টায় ঘন্টায় কৃষ্ণনগর যাওয়ার বাস পাওয়া যাবে। সময় লাগবে ঘন্টা তিনেক। ট্রেনে করে যেতে চাইলে সময় লাগবে মাত্র ২ ঘন্টা। শিয়ালদহ স্টেশনের উত্তর শাখা থেকে ট্রেন পাবেন।
থাকার ব্যবস্থা
প্রাকৃত হোমস্টে, নন-এসি, এসি ঘরের ভাড়া ২৫০০ থেকে ৩৫০০ টাকা। যোগাযোগের নম্বরঃ ৯৮৩১১-৭৪০৯৪।