Follow us
Search
Close this search box.

সবুজ তৃণভূমিতে রক্তের ছোপ, সামনে অমরনাথ যাত্রার চ্যালেঞ্জ

সবুজ তৃণভূমিতে রক্তের ছোপ, সামনে অমরনাথ যাত্রার চ্যালেঞ্জ

২২ এপ্রিল, ২০২৫, মঙ্গলবার। পর্যটনের এই ভরা মরসুমে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পহলগাম ছিল জমজমাট। পহলগাম থেকে ৫ কিলোমিটার দূরের বৈসরনে পর্যটকরা আসতে শুরু করেছিলেন। পাহাড় ও পাইন বনে ঘেরা ছবির মতো বৈসরনের সবুজ তৃণভূমি তখন রোদ্দুরে উজ্জ্বল। কলুষতার লেশমাত্র নেই সেখানে। বেলা বাড়তে ‘মিনি সুইজারল্যাল্ড’ অভিধায় খ্যাত বৈসরনের তৃণভূমিতে ভ্রমণার্থীদের সংখ্যা বাড়তে লাগল। পায়ে হেঁটে, পনিতে বেড়াচ্ছেন তাঁরা। আনন্দ-উচ্ছ্বল বৈসরণের তৃণভূমি।

সুযোগের অপেক্ষায় ছিল জঙ্গলে গা-ঢাকা দিয়ে থাকা ঘাতকরা। হঠাৎ পর্যটকদের লক্ষ্য করে ভয়ঙ্কর মারণাস্ত্র থেকে ছুটে আসতে থাকল গুলি। শরীরগুলো লুটিয়ে পড়তে থাকল। খুব কাছ থেকেও গুলি করে হত্যা করা হয়েছে। সবুজ ঘাস ভিজে যেতে থাকল রক্তে। বৈসরনে এখনো পর্যন্ত ২ জন বিদেশী-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে আসা অন্তত ২৬ (২৮?) জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। দুই বিদেশির একজন নেপাল, অন্যজন মধ্যপ্রাচ্যের নাগরিক। আহতদের চিকিৎসা চলছে। মৃতদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা।

পাকিস্তান-ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট’ এই গণহত্যার দায় নিয়েছে। তবে সেটাই সঠিক কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীর উপত্যকার ২৫ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামায় পাকিস্তানের জঙ্গিদের ভয়াবহ আক্রমণ ঘটেছিল। তারপরে পাকিস্তানের বালাকোটে ভারতের প্রত্যাঘাতের ৬ বছর পরে ফের এই ভয়াবহ জঙ্গি হামলা পহলগামের বৈসরনে।

পহলগাম কাশ্মীরের জনপ্রিয় ভ্রমণ ঠিকানা। বৈসরন উপত্যকা ছিল তার মতো করেই। পর্যটকদের কাছে বৈসরন উন্মোচিত হয়েছে সাম্প্রতিক কালে। পহলগাম থেকে এখন অনেকেই বৈসরন বেড়িয়ে আসছেন। ঘাতকদের কাছে সে-তথ্যটা অজানা ছিল না। ভ্রমণার্থীদের উপর এমন আক্রমণের ঘটনা প্রকৃতপক্ষে নজিরবিহিন।

পর্যটন অর্থনীতির বিকাশের ছন্দ নষ্ট উদ্দেশ্য?

প্রসঙ্গত, ইদানিংকালে কাশ্মীরের পর্যটনে নতুন জোয়ার এসেছিল বলা চলে। কাশ্মীরের শ্রীনগর-ভিত্তিক পর্যটন ব্যবসায়ী তপন কুমার মুখোপাধ্যায় জানাচ্ছেন, এ বছর শ্রীনগরের টিউলিপ গার্ডেনে ২৬ দিনে ৮ লক্ষ ১৪ হাজার ভ্রমণার্থীর পদছাপ পড়েছে। তপনবাবু জানান, জম্মু-কাশ্মীর জুড়ে নতুন নতুন ভ্রমণ ঠিকানার উন্মোচন ঘটছিল। পর্যটন অর্থনীতির বিকাশ ঘটেছে জম্মু-কাশ্মীরের বিভিন্ন অঞ্চলে।

উন্নয়নের সেই ছন্দটা নষ্ট করতেই কি এবার বৈসরনে পর্যটকদের উপর প্রাণঘাতী আক্রমণ চালালো জঙ্গিরা? মঙ্গলবার থেকেই উপত্যকার পর্যটন ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ ভাবে যুক্ত মানুষজনের মিছিলে, জমায়েতে আওয়াজ উঠেছে ‘টুরিস্ট হামারা জান হ্যায়’, ‘জান হ্যায় জান হ্যায়’।

অমরনাথ যাত্রার চ্যালেঞ্জ

শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের ঘোষণা অনুসারে, এ বছর অমরনাথ যাত্রা শুরু হওয়ার কথা ৩ জুলাই। চলবে ৯ অগস্ট পর্যন্ত। যাত্রার জন্য রেজিস্ট্রেশন চলছে। পহলগাম অমরনাথ যাত্রার ট্র্যাডিশনাল রুট। পহলগাম-লাগোয়া বৈসরন উপত্যকায় প্রাণঘাতী হামলা চালিয়ে কি চোখ রাঙিয়ে গেল জঙ্গিরা?

চ্যালেঞ্জটা নিল সমগ্র ভারত –

উল্লেখ্য, এ বছর অমরনাথ যাত্রা পরিচালিত হবে দুটি রুটে –

যাত্রাপথ-১ঃ পহলগাম-চন্দনওয়াড়ি-পিসু টপ-শেষনাগ-পঞ্চতরণী-অমরনাথ গুহা।
যাত্রাপথ-২ঃ বালতাল-ডোমাইল-বরারি-অমরনাথ গুহা।

হেলিকপ্টারেও যাত্রার ব্যবস্থা থাকবে। নীলগ্রথ হেলিপ্যাড (বালতালের কাছে)-পঞ্চতরণী-নীলগ্রথ কিংবা পহলগাম-পঞ্চতরণী-পহলগাম রুটে হেলিকপ্টার চলাচল করে থাকে। পঞ্চতরণী থেকে অমরনাথ গুহা ৬ কিলোমিটারের হাঁটাপথ। শ্রীনগর থেকে নীলগ্রথ যাতায়াতের জন্যও হেলিকপ্টারের ব্যবস্থা থাকতে পারে। হেলিকপ্টারের আসন বুকিং এখনো শুরু হয়নি। তথ্যের জন্য নজর রাখবেন এই ওয়েবসাইটেঃ https://jksasb.nic.in/ অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে এই ওয়েবসাইটির মাধ্যমেই।

ফটো সৌজন্য (উপর থেকে ক্রমান্বয়ে)
১। ডেইলি এক্সেলসিয়র
২। মারিয়া ভিনসেন্ট রবিনসন (বৈসরন উপত্যকা)
৩। দি কাশ্মীরিয়ত
৪। শ্রী অমরনাথ শ্রাইন বোর্ড
৫। নমস্তে ইন্ডিয়া ট্রিপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *