কলকাতা থেকে নদিয়া জেলার আসাননগর ১২০ কিলোমিটার। সেখানে প্রকৃতির রাজ্যপাটের মধ্যে এক হোমস্টেতে থাকার ব্যবস্থা।
আম, সোনাঝুরি, বাবলা, কদম গাছে ঘেরা সবুজ পরিবেশের মধ্যে সেই হোমস্টে। অন্যরকম। নাম, প্রাকৃত হোমস্টে। সামনেই বয়ে চলেছে ঝোর নদী। দু’দিন নিষ্কলুষ প্রকৃতির মধ্যে ছুটি কাটানোর সুন্দর ঠিকানা।
আসাননগর থেকে মায়াপুর ২৫, নবদ্বীপ ২৭ কিলোমিটার। দিনে দিনে বেড়িয়ে আসা যায়। আসাননগর থেকে শিবনিবাস ৮ কিলোমিটার। চূর্ণী নদীর তীরে সবুজ পরিবেশের মধ্যে এখানে রয়েছে ১৮শ শতকে তৈরি কয়েকটি মন্দির। গাছপালায় সবুজ শিবনিবাসে কিছুক্ষণ সময় কাটাতে ভালোই লাগবে। আসাননগর থেকে ঘূর্ণীর পুতুল তৈরির কেন্দ্র ১৩ কিলোমিটার। ঝোর নদীতে নৌকায় করে বেড়ানো যায়। গ্রামের পথে পথে হাঁটতে পারেন। পাখি চোখে পড়বে। খাওয়াদাওয়ায় থাকবে বাঙ্গালিয়ানার আঘ্রাণ, স্বাদ। প্রকৃতই গ্রাম ভ্রমণ।
ট্রেনে আসতে চাইলে নামতে হবে কৃষ্ণনগর বা মাজদিয়া স্টেশনে। দুই স্টেশন থেকেই লোকাল বাস বা টোটো করে আসাননগর চলে আসা যায়। এসপ্ল্যানেড থেকে ঘন্টায় ঘন্টায় কৃষ্ণনগর যাওয়ার বাস পাওয়া যাবে। সময় লাগবে ঘন্টা তিনেক। শিয়ালদহ স্টেশনের উত্তর শাখা থেকে ট্রেন পাবেন।
প্রাকৃত হোমস্টে, নন-এসি, এসি ঘরের ভাড়া ২৫০০ থেকে ৩৫০০ টাকা। যোগাযোগের নম্বরঃ ৯৮৩১১-৭৪০৯৪।
ফটো সৌজন্যঃ প্রাকৃত হোমস্টে।