লাদাখে এখন অ্যাপ্রিকটের ফুল ফোটার সময়। শীতল মরুভূমির নানা প্রান্তে, গ্রামে গ্রামে এই এপ্রিলে ঝাঁকে ঝাঁকে ফুটবে অ্যাপ্রিকটের ফুল। এপ্রিলের দ্বিতীয়ার্ধ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সে-ফুলের রমরমা দোলা দেয় মানুষের প্রাণেও। রচিত হয় উৎসবের পরিবেশ। সে উৎসব চলে আসছে বহুকাল ধরে। এখন বহির্বিশ্বের কাছে সেই উৎসবের পরিবেশ উন্মোচিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত, বিদেশ থেকে পর্যটকরা এ সময়ে লাদাখে আসেন এপ্রিকট ফুলের উৎসবে সামিল হতে।
অ্যাপ্রিকট বা খুবানি একটি ফল। নানা খাদ্যগুনে ভরপুর ফলটি। এপ্রিলে ফুলে ফুলে ছেয়ে যায় এপ্রিকটের গাছগুলো। গোলাপি আর সাদা রঙের মিশেলে গুচ্ছ গুচ্ছ ফুল মায়াময় পরিবেশ তৈরি করে।
লাদাখি ভাষায় এপ্রিকটকে বলা হয় ‘চুলি’। সেই চুলি লাদাখিদের কাছে শুধু একটা ফলমাত্রই নয়। সে এক আবেগ। লাদাখি সংস্কৃতির অঙ্গ। ফুলে ভরা এপ্রিকট গাছের দঙ্গল আঞ্চলিক মানুষের কাছে আশা ও প্রত্যয়ের প্রতীক। তারই প্রকাশ ঘটে ঐতিহ্যের উৎসবে; নাচে, গানে মেলায়। উৎসব প্রাঙ্গন থেকে কেনা যায় অ্যাপ্রিকটের জ্যাম, অ্যাপ্রিকট পাই, চেখে দেখা যায় অ্যাপ্রিকটের জুস। লাদাখের কার্পো প্রজাতির সুমিষ্ট আ্যাপ্রিকট থেকে তৈরি হয় মিষ্টি খাবার। আ্যাপ্রিকটের কাঠ থেকে তৈরি হয় নানা হস্তশিল্প সামগ্রী।
লাদাখের শাম উপত্যকা আ্যাপ্রিকট ফুলের বড় ঘাঁটি। এ বছর লাদাখের লে জেলার আলচি, ডমখড়, সুমর, ওয়ানলা প্রভৃতি গ্রামগুলিতে অ্যাপ্রিকট ব্লজম ফেস্টিভ্যাল আয়জিত হবে যথাক্রমে ১৩, ১৬, ২০ ও ২৭ এপ্রিল।
বিমানে সরাসরি লাদাখের রাজধানী শহর লে চলে যাওয়া যায়। শ্রীনগর থেকে গাড়িতে লে চলে আসা যেতে পারে। লে-তে অন্তত একটা দিন থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়া উচিত হবে। এখানে কোনও এজেন্সির সঙ্গে কথা বলে ‘অ্যাপ্রিকট ব্লজম ফেস্টিভ্যাল’ দেখতে যাওয়া যায়।
লাইফ অন দি প্ল্যানেট লাদাখ ৮ দিনের ‘লাদাখ অ্যাপ্রিকট ব্লজম টুর’ আয়োজন করছে। আগ্রহীরা সরাসরি সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই নম্বরেঃ 94191 78747.
এপ্রিল ও মে মাসে সুরু ভ্যালি ও আর্য গ্রামে অ্যাপ্রিকট ব্লজম টুর করাচ্ছে পর্যটন সংস্থা হিমালয়ান জার্নিস। মোট ৬ দিনের টুর শুরু হবে শ্রীনগর থেকে। এক্ষেত্রে কার্গিলের বিভিন্ন গ্রামে অ্যাপ্রিকটের বসন্তোৎসব চাক্ষুষ করা যাবে। বিশদে জানতে যোগাযোগ করতে পারেন সংস্থার এই নম্বরেঃ 6290363041.
ফটোঃ লাইফ অন দি প্ল্যানেট লাদাখ।
8 Days Ladakh Apricot Blossom Tour | Nubra Valley & Pangong Lake Adventure