বর্ধমানের আউশগ্রামে রয়েছে এক গভীর জঙ্গল। নাম ভাল্কিমাচন। শাল-পলাশের জঙ্গলের মধ্যে রয়েছে ৮০ ফুট উঁচু ৪টি পুরোনো স্তম্ভ, যা মাচান নামে পরিচিত। মাচানের অদূরে রয়েছে ছোট একটি জলাশয়। মনে করা হয়, এই জলাশয়ে জল খেতে আসা জানোয়ারদের শিকার করার জন্য অতীতে মাচানগুলি তৈরি করা হয়েছিল। একসময় প্রচুর ভাল্লুক ছিল এই জঙ্গলে। দলমা থেকে নিজেদের বনপথ ধরে নেমে আসত হাতির পাল। এখন প্রচুর বনবিড়াল, শিয়াল,বাদর আছে এই জঙ্গলে। আর আছে নানা প্রজাতির পাখি,প্রচুর প্রজাপতি। ভালকিমাচানে যাওয়ার পথটিও ছবির মতো। ফসলে ভরা খেতের বাহার দেখে চোখ জুড়িয়ে যায়।
ভালকিমাচান জঙ্গলের কাছেই রয়েছে রাজ্য মৎস্য বিভাগের যমুনাদিঘি মৎস্য প্রকল্প। রয়েছে গাছগাছালিতে ঘেরা বড় বড় জলাশয়। মাছের চাষ হয় এই জলাশয়গুলিতে। প্রকল্প এলাকার মধ্যে রয়েছে আম্রপালি গেস্টহাউস কমপ্লেক্স। কমপ্লেক্সের মধ্যে রয়েছে সুন্দর থাকার ব্যবস্থা। রেস্তোরাঁ।
একটি জলাশয়ের ওপরে রয়েছে ফ্লোটেল। সেখানে চা,কফি বা ঠান্ডা পানীয় নিয়ে নিরালায় সময় কাটানো যায়। ঘুরে বেড়ানো যায় জলাশয়ের ধারে ধারে। সকালে জলাশয়ে মাছধরা দেখা যায়। খালপথে বোটিং করা যায়। চাইলে মাছ ধরা যায়। কমপ্লেক্সের মধ্যেই রয়েছে চিলড্রেনস পার্ক, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। আহারে পাবেন সদ্য ধরা মাছের টাটকা পদ। চাঁদনী রাতে জল-জঙ্গল মিলিয়ে এক মায়াময় পরিবেশ তৈরি হয়। সকালে বা বিকেলে ভালকিমাচান জঙ্গল থেকে বেড়িয়ে আসুন। ভালো লাগবে।
যাওয়ার পথ
ট্রেনে গেলে নামতে হবে বর্ধমানের মাকড় বা গুসকরা স্টেশনে। হাওড়া বা শিয়ালদহ স্টেশন থেকে সময় লাগবে আড়াই ঘ দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সড়কপথে কলকাতা থেকে ভালকিমাচানের দূরত্ব ১৫৫ কিলোমিটার। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে , পরাজ রেলস্টেশন, অভিরামপুর হয়ে গুসকরা। কলকাতা থেকে সড়কপথে ভালকিমাচান পৌঁছাতে সময় লাগবে তিন ঘন্টা। হাওড়া থেকে ট্রেনে গুসকরা বা মানকড় স্টেশনে নেমে ভালকিমাচান যাওয়া যেতে পারে। ভালকিমাচান ট্রেনে সময় লাগবে আড়াই ঘন্টা। উভয় স্টেশন থেকেই যমুনাদিঘি বা ভালকিমাচান যাওয়ার জন্য রিক্সা পাবেন। গেস্টহাউস, হোটেলে বলে রাখলে সেখান থেকেও গাড়িতে স্টেশন থেকে নিয়ে যাওয়া ও স্টেশনে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
থাকার ব্যবস্থা
যমুনাদিঘির আম্রপালি গেস্টহাউস কমপ্লেক্স এখানে রয়েছে ২১টি এসি ও নন-এসি ঘর। যোগাযোগের নম্বর: ৭৯০৮০৪০৬৯৪, ০৩৩-২৩৩৭-৬৪৬৯।
ভালকিমাচানেঃ অরণ্যসুন্দরী ভালকিমাচান হোটেল যোগাযোগের নম্বর: ৯১৫৩৪২০১৩৩, ০৩৪৫২-২০০৬০৪।
ভালকিমাচানের রোমান্টিকতা
নিবিড় আরণ্যক পরিবেশে পূর্ণিমার জ্যোৎস্নায় ভাসতে চান যদি কিংবা শহরের আকাশে যে তারারা হারিয়ে গেছে, অমাবস্যার রাতে এক থালা সুপুরির মতো তাদের গুনতে চান যদি অথবা সদ্য স্নান সেরে ওঠা নববধূর মতো বর্ষাস্নাত বনভূমির স্নিগ্ধ রূপে যদি মজতে চান, তাহলে আপনাকে ভালকিমাচানে আসতে হবে। বারবার আসতে হবে। বিভিন্ন ঋতুতে ভালকির অরণ্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আমাদেরও ডাকে।
প্রতিবছরই এক বা একাধিকবার ভালকি যাই। যতবার গেছি বন্ধুরা মিলেই গেছি। বনে গিয়ে একটু বুনো হতে ভালো লাগে যে। রাতে টর্চ হাতে জঙ্গলের পথে হাঁটা সে যে কী রোমাঞ্চকর অভিঞ্জতা। গিয়েছিও একাধিকবার। গাছপালার ফাকফোঁকর দিয়ে আসা চন্দ্রালোক এক মায়াবী পরিবেশ রচনা করে। আহা, এমন পরিবেশে জারিত হব বলেই তো যাওয়া।
থাকার জায়গা অরণ্য সুন্দরী। নামেই প্রেমে পড়েছিলাম। সে কবেকার কথা। স্বীকার করি, সে প্রেম এখনো ঘোচেনি। ছিমছাম মাঝারি মানের হোটেল। পরিষ্কার পরিচ্ছন্ন। এসি আছে। সবচেয়ে ভালো খাওয়াদাওয়া। কাঠের জ্বালে রান্না। সন্ধ্যাবেলা চিকেন তন্দুর, আহা জমে যাবে। দাম ঠিকঠাক। বঙ্কিমের সঙ্গে ভাব জমিয়ে নিন। ইচ্ছে হলে গলায় ঢালুন দু-পাত্তর। সঙ্গী কেউ গান গাইতে পারলে তো কথা হবে না। অন্যথায় চুপটি করে বসুন। শুনবেন ঝিঁঝিঁ-র কলতান, জঙ্গল থেকে ভেসে আসা প্যাঁচার ডাক। আর শুনবেন নৈঃশব্দের সুর। পূর্ণিমা থাকলে চারিদিক ভেসে যাবে জোছনায়।
ভোর ভোর জঙ্গলের পথে হাঁটুন। গ্রামের মানুষজনের গরু নিয়ে মাঠে যাওয়া, গরুর গলার ঘন্টির টুং টাং আওয়াজ, জঙ্গলে পাখির ডাক, শীতের কুয়াশা মোড়া সকাল, এসব মন ভালো করে দেয়, তখন সবকিছু ভালো লাগে, সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে।- পুনশ্চঃ আরেকটু বড় পরিসরে বেড়াতে চাইলে সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়ুন পুরুলিয়ার বড়ন্তির উদ্দেশে। বড়ন্তির লেক, জঙ্গল ভালো লাগবে। একটা বা দুটো দিন থাকুন বড়ন্তিতে। হেঁটে বা সাইকেল ভাড়া নিয়ে বেড়িয়ে আসবেন বড়ন্তির কাছাকাছি দণ্ডহিত আর জীবনপুর গ্রাম দুটো। গ্রামদুটির প্রাকৃতিক সৌন্দর্য ও সরল আদিবাসী মানুষগুলোর প্রাণখোলা হাসি আপনাকে মুগধ করবে। একটা বা দুটো দিন কাটিয়ে দ্বিতীয় বা তৃতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন বড়ন্তি থেকে। চলুন ভালকিমাচান। চাইলে ভালকিমাচান যাওয়ার পথে গড়পঞ্চকোট ও পাঞ্চেত ড্যাম বেড়িয়ে নিতে পারেন।
-লেখক আনন্দ বন্দ্যোপাধ্যায়