Follow us
Search
Close this search box.

সিকিমের তিন ভ্রমণ ঠিকানায় সরকারি ব্যবস্থায় হেরিটেজ ওয়াক

সিকিমের তিন ভ্রমণ ঠিকানায় সরকারি ব্যবস্থায় হেরিটেজ ওয়াক

গ্যাংটক, পেলিং ও নামচিতে হেরিটেজ ওয়াকের আয়োজন করেছে সিকিম সরকারের পর্যটন বিভাগ। সরকারি ব্যবস্থাপনায় হেঁটে বেড়িয়ে দেখে নেওয়া যাচ্ছে সিকিমের জনপ্রিয় তিন পর্যটন ঠিকানার ঐতিহ্যপূর্ণ এলাকা।

গ্যাংটকেঃ পথ পরিক্রমা শুরু গ্যাংটক সরকারের সচিবালয়ের কাছে অবস্থিত সুকলাখাং মনাস্ট্রি চত্বর থেকে। তারপরে রিজ পার্ক, এনচে মনাস্ট্রি হয়ে হাঁটা শেষ হবে রাজভবন এলাকায়। পথচলা শুরু সকাল ৯ টায়। বুকিংয়ের জন্য যোগাযোগের নম্বরঃ ০৩৫৯২-২০৯০৯০/ ৯৭৩৪১ ২৫৯৪০।

পেলিংয়ে: যাত্রা শুরু হয় পেমায়াংসে মনাস্ট্রি চত্বর থেকে। পেলিং শহরকে বাঁয়ে রেখে পেমায়াংসে-রবদেন্সে যাত্রা এটি। রবদেন্সে ১৬৭০ থেকে ১৮১৪ সাল পর্যন্ত সিকিম রাজ্যের রাজধানী ছিল। তার ধ্বংসাবশেষ দেখা যায় এখন। সাড়ে ৩ কিলোমিটারের পথটি চমৎকার। জঙ্গলের মধ্যে দিয়ে পথ। যাত্রা শুরু হয় বেলা ১১ টায়। বুকিংয়ের জন্য যোগাযোগের নম্বরঃ ৭৭৯৭৮ ৮৭৪০১।

নামচিতেঃ দক্ষিণ সিকিমের নামচি শহরের সেন্ট্রাল পার্কের কাছে ঐতিহ্যশালী পারবিং এলাকা। এখানেই পায়ে পায়ে ভ্রমণ। মনাস্ট্রি, লেক, প্রাচীন শেরপা গৃহ দেখে যাত্রা শেষ হবে পারবিংয়ের জৈব গ্রামে। জৈব চাষের জন্য বিখ্যাত পারবিং এলাকাটি। উল্টোদিকে কাছেই সেন্ট্রাল পার্ক। যাত্রা শুরু হয় সকাল ১০ টায়। বুকিংয়ের জন্য যোগাযোগের নম্বরঃ ৮২০৭২ ২০০৮৮/ ৯৫৪৭৩ ৩৪৫৬১।

খরচঃ প্রতিটি যাত্রার ক্ষেত্রে মাথাপিছু খরচ ৩০০ টাকা। গাইডের ফি ছাড়াও এই খরচের অন্তুর্ভুক্ত হালকা জলযোগও।

সর্বোচ্চ ফটো (পেলিং), সৌজন্যঃ ইনক্রেডিবল ইন্ডিয়া।

হেরিটেজ ওয়াক পথ-নির্দেশিকার ফটোঃ সিকিম সরকারের পর্যটন ও অসামরিক পরিবহণ বিভাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *