জানুয়ারির প্রথম সপ্তাহে মানালি জমজমাট।
এ দেশের পর্যটন মানচিত্রে হিমাচল প্রদেশের মালালি একটি জনপ্রিয় ঠিকানা। প্রচুর বিদেশী পুর্যটকও মানালি ও সংলগ্ন অঞ্চলগুলেতে বেড়াতে আসেন প্রতি বছরই। গড়ে সাড়ে ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত মানালি এখন একটি রিসর্ট টাউন। তবে জানুয়ারির প্রথম সপ্তাহে মানালি আরও জমজমাট।
২ থেকে ৬ জানুয়ারি জাতীয় স্তরের উৎসব মানালিতে। ‘ন্যাশনাল উইন্টার কার্নিভাল, মানালি’। হিমাচলের মানুষজন, তাঁদের সংস্কৃতি সম্পর্কে অনেকটা ধারণা হয় সেই উৎসবের আবহে গা-ভাসানো গেলে। ১৯৭৭ সাল থেকে (কোভিড-কাল বাদে) চলে আসছে এই উৎসব বা কার্নিভাল।
আঞ্চলিক সঙ্গীত ও নৃত্য, খাদ্যের সম্ভার, হস্তশিল্প সামগ্রী, উইন্টার কুইন কনটেস্ট, আঞ্চলিক খেলাধূলা ইত্যাদির সমাহারে মানালি তখন উৎসবমুখর। কার্নিভালের প্যারেড আয়োজিত হয়। দূর দুর উপত্যকাগুলি থেকে লোক আসেন। বিপাশা নদীর অববাহিকার বৃহত্তর কুলু উপত্যকার সংস্কৃতি চোখের সামনে উন্মোচিত হয় এই উৎসবে। বৃহত্তর ভাবে হিমাচল প্রদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে অনেকটা পরিচিত হওয়া যায়।
মানালির সোলাং ভ্যালিতে এ সময় স্কিয়িংয়ের আসর বসে।
মানালি প্রাচীন শহর। লাহুল, লাদাখের মধ্যে দিয়ে তিব্বত, চিনের সঙ্গে প্রাচীন বাণিজ্য পথে যুক্ত ছিল মানালি। মানালি শহর থেকে ৩ কিলোমিটার, পুরনো মানালি। প্রাচীন বাড়িঘর, মন্দির, কাফে, ব্যাকপ্যাকারদের আস্তানা ও প্রকৃতি, পুরনো মানালির এক আলাদা আঘ্রাণ পাওয়া যায়।
মানালি থেকে সোলাং উপত্যকা, নাগগর, রোথাং পাস, অটল টানেল হয়ে লাহুল ভ্যালি বেড়ানো যেতে পারে।
শিমলা থেকে মানালি ২৬০ কিলোমিটার। নিকটবর্তী বিমানবন্দর ভুন্টার থেকে মানালি ৫০ কিলোমিটার।
মানালিতে থাকার জন্য রয়েছে নানা মান ও দামের অনেক হোটেল রয়েছে। হোমস্টেও আছে।যোগাযোগ করতে পারেন হিমাচল প্রদেশ পর্যটন উন্নয়ন নিগমের সঙ্গে। ঠিকানাঃ THE MALL, MANALI -175131
Tel: (01902) 253531, Fax: (01902) 252325
E-mail: manali@hptdc.in
ফটোঃ ডিসকভার কুলু-মানালি, ট্র্যাভেল ট্রায়েঙ্গল, ডি এন এ ইন্ডিয়া।