Follow us
Search
Close this search box.

রডোডেনড্রনের বার্সে

রডোডেনড্রনের বার্সে

পাহাড়েও অগ্নিশিখা জ্বলে, বসন্তে। সিঙ্গালিলা গিরিশিরা ধরে জ্বলে ওঠে রডোডেনড্রনের বন। পশ্চিমবঙ্গ, সিকিম ও নেপালের মধ্যে দিয়ে প্রসারিত সিঙ্গালিলা ‘রিজ’বা সিঙ্গালিলা গিরিশিরা। পশ্চিম সিকিমের নেপাল সীমান্ত ঘেঁষা বার্সে বা ভার্সে রডোডেনড্রন স্যাংচুয়ারি এই গিরিশিরার একটি বিশিষ্ট অংশ। মার্চ, এপ্রিল, মে মাসে পাহাড়ের অন্দরমহলে বার্সে বর্ণ-উচ্ছল প্রজাপতির মতো এক ঠিকানা।

হিলে থেকে সাড়ে ৪ কিলোমিটার পথ ট্রেক করে পৌঁছাতে হয় বার্সেতে। গাড়ি চলাচল করে হিলে পর্যন্তই। ছোট্ট ট্রেক। প্রাপ্তির ঘরে জমা পড়ে অনেক কিছু।গড়ে ঘন্টা আড়াইয়েকের যাত্রা। শীতে হিলে-বার্সে ট্রেকপথ এবং বার্সে থেকে কাঞ্চঞ্জঙ্ঘা ও পাণ্ডিম, কাব্রু, জানুর আসাধারণ দৃশ্যাবলী মন্ত্রমুগধ করে রাখে। গ্রীষ্মের সবুজাভ পাহাড়, রডোডেনড্রন, ম্যাগনোলিয়ার ফুলে ফুলে ঢাকা বনতল আরেক আবিষ্কার। হিলেতে ফিরতে হবে ওই সাড়ে ৪ কিলোমিটার পথ ট্রেক করেই। চাইলে একটা রাত বার্সেতে থেকে যেতে পারেন।

ফুলসাজে বার্সে। ফটো সৌজন্যঃ গুরাস কুঞ্জ।

পশ্চিম সিকিমের দক্ষিণ-পশ্চিম অংশে গড়ে ১০ হাজার ফুট উচ্চতায় অভয়ারণ্যের অবস্থান। সিঙ্গালিলা পর্বতশ্রেণির ১০৪ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত বার্সের রডোডেনড্রন অরণ্য। হিমালয়ান লেপার্ড, হিমালয়ান পাম সিভেট, হিমালয়ান লাঙ্গুর, মোনাল, কালিজের বাসস্থান বার্সের অভ্যারণ্য।

হিলে ছাড়াও ডেন্টাম ও সোরেং দিয়ে বার্সে যাওয়া যায়। হিলে বার্সের কাছাকাছি হওয়ায় এটি একটি জনপ্রিয় এন্ট্রি পয়েন্ট। এন জে পি বা শিলিগুড়ি থেকে জোরথাং হয়ে হিলে চলে আসা যায়। জোরথাং পর্যন্ত শেয়ার গাড়ি পাওয়া যায় এন জে পি, শিলিগুড়ি থেকে। দূরত্ব ৮৬ কিলোমিটার আবার জোরথাং থেকে হিলে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যাবে। হিলের পথে ওখরেতেও রাত্রিবাস করা যেতে পারে। ওখরেতে থাকার ব্যবস্থা বেশি। ওখরে থেকে হিলে ১০ কিলোমিটার। গাড়ি পাওয়া যাবে।

ম্যাগনোলিয়া বৃক্ষের ছায়ায়। ফটোঃ ইফ্লোরা অফ ইন্ডিয়া।

থাকার ব্যবস্থা

বার্সে
বার্সে গুরাস কুঞ্জ, বার্সে, ফোনঃ ০৯৮০০৩ ৯৮৩০৯
বার্সেতে ট্রেকার্স হাট আছে। তথ্যের জন্য সিকিম পর্যটন উন্নয়ন নিগমের সঙ্গে
যোগাযোগ করতে পারেন এই নম্বরেঃ ০৩৫৯২ ২০১৩৭২।

ওখরে
শেরপা হোমস্টে, ফোনঃ ০৮৩৭২৮ ৩৬০১৩
রয়্যাল বার্সে হোমস্টে, ফোনঃ ০৮৯৪২৮ ৩১৮৭৫
শলাখা হোমস্টে, ফোনঃ ০৮১৪৫৮ ৮৪১৫৬
ম্যাগনোলিয়া ভিলেজ হোমস্টে, ফোনঃ ০৯৬০৯৮ ৫৬৪১৪
কিইলখোর ইন হোমস্টে, ফোনঃ ০৭০৬৩৩ ১১৬০৪

*সর্বপ্রথম ছবি সৌজন্য: ট্রাভেল এজেন্টস, সিকিম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *