কাশ্মীরকে চেনা-জানার খোঁজ জারি রয়েছে এখনো। ভ্রমণকারীরাও সেই খোঁজের আংশীদার। ‘কাশ্মীর বেড়ানোর ই-গাইড’ সেই খোঁজ তথা কাশ্মীর ভ্রমণে তথ্যগত সহায়তার লক্ষ্যে একটি উদ্যোগ।
এ বইয়ে জম্মু-কাশ্মীরের কাশ্মীর ডিভিশনের ভ্রমণ ঠিকানাগুলির কথা জানানো হয়েছে। অনেকেই কাশ্মীর উপত্যকায় বেড়ানো শুরু করার আগে জম্মুর ত্রিকূট পাহাড়ে বৈষ্ণদেবী দর্শন করার ইচ্ছা পোষণ করেন। শুধু বৈষ্ণোদেবী দর্শনের জন্যই বহু মানুষ কাটরায় আসেন। বৈষ্ণোদেবী যাত্রা-সম্পর্কিত বিশদ তথ্য পাওয়া যাবে এ বইয়ে।
এখন কাশ্মীর ভ্রমণ আর শুধু শ্রীনগর, গুলমার্গ, সোনমার্গ, পহলগামের মধ্যে সীমিত নয়। সাম্প্রতিক কালে নতুন নতুন ভ্রমণ ঠিকানা যুক্ত হয়েছে কাশ্মীর উপত্যকার পর্যটন মানচিত্রে। প্রচলিত ভ্রমণ কেন্দ্রগুলির সঙ্গে এমন নানা নতুন ঠিকানার সুলুক-সন্ধান পাওয়া যাবে এ বইয়ে।
আরো পড়তে হলে বইটি এখনই ডাউনলোড করুন ।
Pay only Rs.90 through UPI.
After payment send a screenshot to this WhatsApp number. The number is: +91 9830563464
The book will be sent to your number within 24 hours.